ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

টিআইবির রিপোর্ট উদ্দেশ্যমুলক : তথ্যমন্ত্রী

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৪, ২৯ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টিআইবির রিপোর্ট উদ্দেশ্যমুলক : তথ্যমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক : দশম জাতীয় সংসদের কার্ক্রম নিয়ে বুধবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবি’র নতুন মুল্যায়ন রিপোর্টকে উদ্দেশ্যমুলক হিসেবে অভিহিত করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে মাওলানা আকরম খাঁ হলে এক আলোচনা সভায় তিনি এর কঠোর সমালোচনা করেন।

হাছান মাহমুদ বলেন, ‘রিপোর্টে যে তথ্য-উপাত্ত দেয়া হয়েছে, সেখানে অনেক ভুল রয়েছে। এই রিপোর্টটি একপেশে ও উদ্দেশ্যমূলক। আমি আশা করবো টিআইবি সঠিক তথ্য প্রকাশ করবে এবং তা‌দের ভুল তথ্যের জন্য জাতির কা‌ছে ক্ষমা চাইবে।’

‘আমরা সমালোচনা চাই, সমালোচনা সঠিক কাজ করতে সহায়তা করে। কিন্তু আমরা একপেশে সমালোচনা চাই না। যার দ্বারা জাতি বিভ্রান্ত হবে, গণতন্ত্র ধূলিসাৎ হ‌বে,’ বলেন তিনি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এই সভার আয়োজন করে তৃণমূল বাংলাদেশ ন্যাশনাল পার্টি (তৃণমূল বিএনপি)।

টিআইবি অতীতে উদ্দেশ্যমুলক রিপোর্ট প্রকাশ করেছে অভিযোগ করে তথ্যমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতুর নির্মাণকাজ যখন শুরু করা হয় তখন দুর্নীতি নিয়ে বিশ্বব্যাংক তদন্ত করছিল আর টিআইবি বিশ্বব্যাংকের এক ধাপ ওপরে গিয়ে একটি রিপোর্ট প্রকাশ করে, এদের (পদ্মা সেতু নির্মাণকাজে জ‌ড়িত) বিচার হওয়া উচিত। অথচ বিশ্বব্যাংক যে অভিযোগ করেছিল সেটি যে মিথ্যা ও বানোয়াট তা কানাডার আদালতে প্রমাণিত হয়েছে।’

রোহিঙ্গা নিয়ে সরকার সঠিক পথে আছে মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশের কিছু এনজিও এবং কয়েকটি রাজনৈতিক দলের কিছু নেতাকর্মী রোহিঙ্গাদের নিয়ে খেলতে চায়। তাদের কারণে এ বছর রোহিঙ্গাদের প্রত্যাবাসন হয়নি। কিন্তু তারা যাই করুক না কেন, ভবিষ্যতে হবে। তাই রোহিঙ্গা নিয়ে জল ঘোলা করার কোনও কারণ নাই।’

তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সংগঠ‌নের কো-চেয়ারম্যান কে এ জাহাঙ্গীর মজুমদার, তৃণমূল বিএন‌পির মহাস‌চিব ব্যা‌রিস্টার আকবর আমিন বাবুল।


রাইজিংবিডি/ঢাকা/২৯ আগস্ট ২০১৯/রেজা/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়