ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

টিকিটে কালোবাজারি হলে ব্যবস্থা

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৯, ২৩ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টিকিটে কালোবাজারি হলে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক : রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রিতে কালোবাজারি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার রাজধানীর রেল ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

রেলমন্ত্রী বলেন, রেলের টিকিট নিয়ে যদি কালোবাজারিতে কেউ জড়িত থাকে, তাহলে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। ঈদে কোনো ভিআইপি কিংবা নেতা-কর্মীর জন্য টিকিটের সুপারিশ করা হবে না।

তিনি বলেন, প্রযুক্তির সক্ষমতা এখনো অর্জন করতে পারেনি রেল মন্ত্রণালয়। তাই সিএনএস এর মাধ্যমে অনলাইনে টিকিট বিক্রি করা হয়। ঈদুল ফিতরে অ্যাপসের মাধ্যমে টিকিট কাটতে সমস্যা হয়েছে। পরে আমরা তাদের সঙ্গে বসেছি। তারা বলেছে, এবার এসব সমস্যা হবে না।

মন্ত্রী বলেন, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, সচিবসহ যারা পরিবার নিয়ে যাবেন, তারা টিকিট পাবেন। এর বাইরে কোনো নেতাকর্মী কিংবা কোনো ব্যক্তির জন্য সুপারিশ করা হবে না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রেলসচিব মো. মোফাজ্জেল হোসেন, রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামান ও অতিরিক্ত মহাপরিচালক মিয়া জাহান।


রাইজিংবিডি/ঢাকা/২৩ জুলাই ২০১৯/হাসিবুল/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়