ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

টুপির সংস্কৃতি, টুপির রাজনীতি

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৫, ২৩ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টুপির সংস্কৃতি, টুপির রাজনীতি

হেলমেট থেকে টপ হ্যাট, স্কার্ফ থেকে বেসবলের ক্যাপ, টুপির আছে দীর্ঘ ঐতিহ্য৷ ধীরে ধীরে তা ফ্যাশন থেকে হারিয়ে যাচ্ছে৷ হিজাব পরা যাবে কি যাবে না, এ নিয়ে বিতর্ক তুঙ্গে৷ জার্মানির এক প্রদর্শনী আহ্বান জানাচ্ছে সহনশীলতা বাড়ানোর৷ ২১ ডিসেম্বর জার্মানভিত্তিক সংবাদমাধ‌্যম ডয়চে ভেলেতে প্রকাশিত প্রতিবেদন রাইজিংবিডির পাঠকদের জন‌্য তুলে ধরা হলো।

স্বর্গের পাখি
ঊনবিংশ শতকের শুরুর দিকে ধনাঢ্য পরিবারের নারীরা এমন টুপি পরতেন৷ ঠিক যেন মাথার ওপরে টুপিটা স্বর্গ থেকে নেমে আসা পাখির বসার জায়গা৷ নিজের দিকে সবার দৃষ্টি সরিয়ে আনার ভালো এক উপায় ছিল এই টুপি৷

সামরিক টুপি
টুপিটিকে বাদামি কাপড় দিয়ে ঢেকে দেয়া হলেও এর আকৃতি এবং ওপরের সূচালো অংশ দেখে চিনতে কারো ভুল হওয়ার কথা না৷ জার্মান স্পাইকড হেলমেট বা ‘পিকেলহাউবে’ শুরুতে সামরিক হেলমেট হিসেবে থাকলেও পরে পুলিশ এমনকি দমকল বাহিনীও এই টুপি ব্যবহার শুরু করে৷ অটো ফন বিসমার্কের কারণে এই টুপি খ্যাতি লাভ করে৷

পুসিহ্যাট
এই গোলাপী রঙের হ্যাটটিতে বেড়ালের মতো কান রয়েছে৷ মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নারীবিদ্বেষী মন্তব্যের প্রতিবাদে বিশ্বজুড়ে হাজার হাজার নারী ২০১৭ সালে এই টুপি পড়ে বিক্ষোভ মিছিলে অংশ নেন৷ ‘মি টু’ আন্দোলনে এই টুপি হয়ে ওঠে নারীবাদীদের প্রতীক৷

রাসায়নিক যুদ্ধ
বিশেষ ধরনের এই টুপির সঙ্গে দূষিত বায়ু আটকানোর জন্য বিশেষ মুখোশও রয়েছে৷ প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে সৈনিকরা প্রতিপক্ষের রাসায়নিক আক্রমণ থেকে বাঁচতে এই টুপি ব্যবহার করতেন৷ এখন অবশ্য যুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার নিষিদ্ধ৷ কিন্তু এখনও দূষণকবলিত এলাকায় অনেকে এটি ব্যবহার করেন৷

হিজাবে নিষেধাজ্ঞা
হিজাব পরে ছাত্রদের শিক্ষাদানে বাধা দেয়ায় ২০০৩ সালে ফেডারেল সাংবিধানিক আদালতের দ্বারস্থ হন ফেরেশতা লুডিন৷ মামলায় হেরে গেলেও এ নিয়ে বিতর্ক চলছেই৷ বাডেন-ভ্যুর্টেমব্যার্গ রাজ্যের স্টুটগার্ট হাউজে এক প্রদর্শনীতে মানুষ কী পরবে, তা নিয়ে সহনশীলতার আহ্বান জানানো হচ্ছে৷


 

ঢাকা/সাইফ/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়