ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

টেলর-বোল্ট নৈপুণ্যে সিরিজ নিউজিল্যান্ডের

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৯, ৫ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টেলর-বোল্ট নৈপুণ্যে সিরিজ নিউজিল্যান্ডের

ক্রীড়া ডেস্ক: চ্যাপেল-হ্যাডলি ট্রফির দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। তাই সিরিজ নির্ধারণে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় ও শেষ ম্যাচটির উপর নজর ছিল ক্রিকেট ভক্তদের।

হ্যামিল্টনে আজ তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ২৪ রানে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। এর মধ্য দিয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষেও নিজেদের ধারাবাহিকতা জানান দিলে কিউইরা।

ঘরের মাঠে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৮১ রান করে নিউজিল্যান্ড। আগে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ১০৭ রান করেন রস টেলর। কিউইদের হয়ে এটি তার ১৬তম ওডিআই সেঞ্চুরি। এর মধ্য দিয়ে প্রাক্তন স্বদেশি ব্যাটসম্যান নাথান অ্যাস্টেলের সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসালেন টেলর। ১০১ বলে ১৩ চারের সাহায্যে এ ইনিংসটি সাজান টেলর।ওপেনিংয়ে নামা ডিন ব্রাউনলি ৬৩ করেন। এছাড়া শেষ দিকে ৩৮ রানের কার্যকরী এক ইনিংস খেলে অপরাজিত থাকেন মিচেল স্যান্টনার।

অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক ও জেমস ফকনার তিনটি করে উইকেট নেন।

২৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কিউই পেসার এক ট্রেন্ট বোল্টের কাছেই হারে অস্ট্রেলিয়া। হ্যামিল্টনে নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেন বাঁহাতি ফাস্ট বোলার। শেষ দিকে জয়ের কিছুটা আশা জাগলেও বোল্ট নিজের শেষ বলেও উইকেট নিয়ে সফরকারীদের নিরাশ করেন।

অসিদের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন অ্যারন ফিঞ্চ। ৫৩ রান করেন ট্রাভিস হেড। এছাড়া ৪২ ‍রান করেন প্রথম ম্যাচে সেঞ্চুরি করা স্টনিস।

মাত্র ৩৩ রানের বিনিময়ে ৬ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের সেরা বোলার বোল্ট। এছাড়া মিচেল স্যান্টনার ২টি এবং কেন উইলিয়ামসন ১টি উইকেট নেন।




রাইজিংবিডি/ঢাকা/৫ ফেব্রুয়ারি ২০১৭/শামীম/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়