ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

টেস্টে অধিনায়কত্ব হারাচ্ছেন সরফরাজ

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৯, ২৯ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টেস্টে অধিনায়কত্ব হারাচ্ছেন সরফরাজ

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার পরই অধিনায়ক সরফরাজ আহমেদের পারফরম্যান্স ও নেতৃত্বের দূরদর্শিতা নিয়েও প্রশ্ন উঠে। আসর শেষেই তাকেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার গুঞ্জন উঠে।

সেই গুঞ্জন এবার কিছুটা সত্যি হতে যাচ্ছে। টেস্ট দলের অধিনায়কত্ব থেকে তাকে সরিয়ে দিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। জিও নিউজের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।

আগামী ২ আগস্ট লাহোরে পিসিবির বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে নতুন টেস্ট অধিনায়কের নাম ঘোষণা করা হবে।  টেস্টে বিকল্প অধিনায়কও নাকি ঠিক হয়ে গেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। নতুন অধিনায়ক হিসেবে শান মাসুদকে নাকি বেছে নিয়েছে পাক ক্রিকেট বোর্ড। ঘরোয়া ক্রিকেটে অধিনায়ক হিসেবে সফল হওয়ায় তাকে এ দায়িত্ব দেওয়া হচ্ছে।

বিশ্বকাপে শেষ চার ম্যাচে টানা জয় পেলেও পাকিস্তানের সেমিতে খেলার প্রত্যাশা পূরণ করতে পারেননি সরফরাজ। পঞ্চম স্থানে থেকে মিশন শেষ করে পাকিস্তান। ওয়ানডের পাশাপাশি টেস্টেও খুব একটা সফল নন সরফরাজ। এখনো পর্যন্ত পাকিস্তানকে ১৩ টেস্টে নেতৃত্ব দিয়েছেন তিনি। তার অধীনে ৪ জয়ের বিপরীতে আটটিতে হেরেছে আনপ্রেডিক্টেবলরা


রাইজিংবিডি/ঢাকা/২৯ জুলাই ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়