ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান আর নেই

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৮, ১ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান আর নেই

বিশিষ্ট ব্যবসায়ী ও ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান (৭৫) আর নেই।  বুধবার বেলা সাড়ে ১১টায় কুমিল্লার চৌদ্দগ্রামে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

চিওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক এবং দৈনিক প্রথম আলোর কুমিল্লা করেসপন্ডেন্ট গাজীউল হক সোহাগ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

একরামুল হক বলেন, গত প্রায় দুই বছর ধরে তিনি অসুস্থ ছিলেন।  বেশিরভাগ সময় তিনি কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়ায় নিজ বাড়িতে থাকতেন।

লতিফুর রহমান স্ত্রী, পুত্র, দুই কন্যাসহ আত্মীয়স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।

লতিফুর রহমানের জন্ম জলপাইগুড়িতে, ১৯৪৫ সালের ২৮ আগস্ট। তিনি ঢাকার গেন্ডারিয়ায় থাকতেন।পড়াশোনার শুরু সেন্ট ফ্রান্সিস স্কুলে। খান থেকে ১৯৫৬ সালে শিলংয়ের সেন্ট এডমন্ডস স্কুলে। তারপর কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে। ১৯৬৫ সালে ঢাকায় ফিরে আসেন লতিফুর রহমান। ঢাকায় এসে ১৯৬৬ সালে ডব্লিউ রহমান জুট মিল ট্রেইনি হিসেবে কাজ শুরু করেন। দেড় বছর কাজ শেখার পর নির্বাহী হিসেবে যোগ দেন।

লতিফুর রহমান প্রথম আলোর পরিচালনাকারী প্রতিষ্ঠান মিডিয়া স্টার লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।


কুমিল্লা/ইমরুল/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়