ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ট্রাফিক আইন ভঙ্গে জরিমানা ২ লাখ রুপি!

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫০, ১৩ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ট্রাফিক আইন ভঙ্গে জরিমানা ২ লাখ রুপি!

আন্তর্জাতিক ডেস্ক : ট্রাফিক আইন লঙ্ঘন করায় ভারতে এক ট্রাক চালক ও গাড়িটির মালিককে দুই লাখ রুপি জরিমানা করা হয়েছে। গত ১ সেপ্টেম্বর থেকে দেশটিতে জারি করা নতুন ট্রাফিক আইনের আওতায় এটাই সর্বোচ্চ জরিমানা বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন।

গত বুধবার হরিয়ানা রাজ্যে রেজিস্ট্রেশন হওয়া ট্রাকটিকে জিটি কারনাল রোডে জরিমানা করা হয়। অতিরিক্ত ওজনের পণ্য নেওয়া এবং অন্যান্য ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে ট্রাকটির চালককে জরিমানা করা হয়েছে এক লাখ ৩১ হাজার রুপি। আর গাড়ির মালিককে করা হয়েছে ৬৯ হাজার ৫০০ রুপি জরিমানা। অবশ্য জরিমানার পুরো অর্থটিই পরিশোধ করতে হবে ট্রাক মালিককে।

এর আগে মঙ্গলবার রাজস্থানে ট্রাফিক আইন ভঙ্গে এক ট্রাক চালককে এক লাখ ৪১ হাজার রুপি জরিমানা করা হয়েছিল। নতুন আইনের আওতায় গত সপ্তাহে ওড়িষায় আরেক ট্রাক চালককে করা হয়েছিল ৮০ হাজার রুপি জরিমানা।

চলতি মাস থেকে কেন্দ্রীয় সরকারের জারি করা নতুন ট্রাফিক আইন ইতোমধ্যে ভারতের বিভিন্ন রাজ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। মধ্যপ্রদেশ, দিল্লি, কেরালা ও পশ্চিমবঙ্গসহ একাধিক রাজ্য সাফ জানিয়েছে তারা কেন্দ্রের এই আইন প্রয়োগ করবেন না।

 

রাইজিংবিডি/ঢাকা/১৩ সেপ্টেম্বর ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়