ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ট্রাফিক সার্জেন্টের সামনে উড়ে এলো ৪০ হাজার ইয়াবা!

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৪, ২৯ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ট্রাফিক সার্জেন্টের সামনে উড়ে এলো ৪০ হাজার ইয়াবা!

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: বৃহস্পতিবার রাত ১০টা। চট্টগ্রাম মহানগরীর ব্যস্ততম দেওয়ানহাট মোড়। ফ্লাইওভারের নিচে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক সার্জেন্ট কুদ্দুস আলী। হঠাৎ করেই ফ্লাইওভারের উপর থেকে তার সামনে উড়ে এসে পড়ে একটি ব্যাগ।

পরবর্তিতে কাগজের প্যাকেট খুলতেই পাওয়া গেল ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট। কে বা কারা ইয়াবা ভর্তি ব্যাগটি ফ্লাইওভারের উপর থেকে নিচে ছুঁড়ে ফেলে পালিয়ে গেছে বলে পুলিশ ধারনা করছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের ডবলমুরিং জোনের সহকারী কমিশনার আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে রাইজিংবিডিকে জানান, ওভারব্রীজ থেকে নিচে ফেলে দেয়া ব্যাগের ভিতর থেকে কমপক্ষে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পাচারে ব্যর্থ হয়ে ইয়াবা পাচারকারীরা এগুলো ফেলে গেছে বলে পুলিশ ধারনা করা হচ্ছে। কারা ইয়াবা ভর্তি ব্যাগ ফেলেছে এবং পাচারের সাথে কোন চক্র জড়িত তা খুঁজে বের করতে পুলিশ কাজ শুরু করেছে।

রাইজিংবিডি/চট্টগ্রাম/৩০ আগস্ট ২০১৯/রেজাউল/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়