ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ট্রাম্পের সঙ্গে অবৈধ সম্পর্কের গুজবে বিব্রত হ্যালি!

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৬, ২৭ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ট্রাম্পের সঙ্গে অবৈধ সম্পর্কের গুজবে বিব্রত হ্যালি!

জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি

আন্তর্জাতিক ডেস্ক : অবৈধ যৌন সম্পর্ক, যৌন হয়রানি ও তিন বিয়ে নিয়ে নানা কেলেঙ্কারিতে হাবুডুবু খাওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এবার যুক্ত হয়েছে জাতিসংঘে নিযুক্ত দেশটির শীর্ষ কূটনীতিক ভারতীয় বংশোদ্ভূত নিকি হ্যালির নাম।

ট্রাম্পের বিতর্কিত নীতি-পদক্ষেপের অন্ধ সমর্থক নিকি হ্যালির সঙ্গে তার অবৈধ সম্পর্ক নিয়ে গুজব ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে যারপরণায়ই বিব্রত হ্যালি। তিনি বলেছেন, ট্রাম্পের সঙ্গে সম্পর্ক থাকার গুজব তার জন্য ‘মারাত্মক নোংরা আক্রমণ ও অস্বস্তিকর’। এ প্রসঙ্গে শুক্রবার তিনি দাবি করেন, ‘এটি কোনোভাই সত্যি নয়।’

যুক্তরাষ্ট্রের যেকোনো প্রেসিডেন্টের প্রশাসনের ইতিহাসে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান হিসেবে সর্বোচ্চ পদে আসীন নিকি হ্যালি ‘দি পলিটিকো’ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের সঙ্গে সম্পর্কের বিষয়টি উড়িয়ে দিয়ে এ নিয়ে তার অস্বস্তি প্রকাশ করেছেন।

হ্যালি দাবি করেছেন, ‘সত্যি কথা বলতে আমি শুধু একবার এয়ারফোর্স ওয়ানে উঠেছিলাম এবং আমি যখন সেখানে ছিলাম, সেই কক্ষে আরো কয়েকজন লোক ছিলেন।’

সম্প্রতি প্রকাশিত মার্কিন সাংবাদিক মাইকেল ওলফের ‘ফায়ার অ্যান্ড ফিউরি’ বইয়ে ট্রাম্পের সঙ্গে তার অবৈধ সম্পর্কের বিষয়ে যে অভিযোগ উঠে এসেছে, তার জবাবে হ্যালি বলেছেন, ‘আমার রাজনৈতিক জীবনের ভবিষ্যৎ নিয়ে ওভাল অফিসে প্রেসিডেন্টের সঙ্গে আমার অনেক কথা হয়েছে। কিন্তু আমার ব্যক্তিগত জীবনের ভবিষ্যৎ নিয়ে তার সঙ্গে কখনো কথা হয়নি এবং তার সঙ্গে কখনো-ই আমি একা ছিলাম না।’

এ ধরনের গুজব ছড়ানোয় হতাশা প্রকাশ করে ৪৬ বছর বয়সি নিকি হ্যালি সাক্ষাৎকারে বলেন, ‘যে ধারণা থেকে এসব ছড়াচ্ছে, তা সত্যিই সমস্যা।’ তিনি বলেন, ‘তবে এটিও একটি বড় ইস্যু যে, আমাদের সব সময় সজাগ থাকতে হবে। আমার জীবনের প্রতিটি পদক্ষেপে আমি যে বিষয়টি মেনে চলি, তা হলো- আপনি যদি আপনার মনের সঙ্গে কথা বলেন এবং তা যদি শক্তিশালী হয়, আপনি যা বিশ্বাস করেন, তাই যদি বলেন, অল্প শতাংশের মানুষও তা যদি ক্ষতিকর মনে করে, তাহলে মিথ্যা হোক না না হোক, দেখবেন- তারা কীভাবে আচরণ করছে এবং তীর ছোঁড়ার চেষ্টা করছে।’

এক দশকের রাজনৈতিক অভিজ্ঞতার অধিকারী যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা রাজ্যের প্রাক্তন গভর্নর নিকি হ্যালি আরো বলেছেন, এর আগেও এ ধরনের কিছু অভিযোগের মুখে পড়েছেন তিনি।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন



রাইজিংবিডি/ঢাকা/২৭ জানুয়ারি ২০১৮/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়