ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ট্রেন নিয়ে চীনে গেলেন কিম জং উন

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩৯, ৮ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ট্রেন নিয়ে চীনে গেলেন কিম জং উন

আন্তর্জাতিক ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে দেশটিতে ভ্রমণ করছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। চীন ও উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এই খবর নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, কিম উন আগামী ১০ জানুয়ারি পর্যন্ত তার স্ত্রী রি সোল-জু সহকারে চীনে অবস্থান করবেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উনের মধ্যে দ্বিতীয় সম্মেলন অনু্ষ্ঠানের জন্য আলোচনা চলছে, এমন খবরের মধ্যেই চীনে এ সফরে গেলেন উত্তর কোরিয়ার নেতা। গত বছরের জুনে সিঙ্গাপুরে প্রথম সম্মেলনে মিলিত হয়েছিলেন দুই নেতা।

সোমবার থেকে অনুমান করা হচ্ছিল যে, কিম জং উন তার বিলাসবহুল ট্রেনে করে চীনে যাবেন। গেলেনও তাই। এটি গত এক বছরের মধ্যে কিমের চতুর্থ চীন সফর।

কিম জং ‍উনের সঙ্গে সফরসঙ্গী হয়েছেন তার দেশের উচ্চ পদস্থ কয়েকজন কর্মকর্তা।

মঙ্গলবার কিম জং উনের জন্মদিন ছিল বলে খবর রয়েছে। যদিও তার প্রকৃত জন্ম তারিখ পিয়ংইয়ং কখনোই নিশ্চিত করেনি।

উল্লেখ্য, চীন উত্তর কোরিযার অন্যতম প্রধান কূটনৈতিক মৈত্রী এবং উত্তর কোরিয়ার বাণিজ্য ও সহায়তার অন্যতম উৎস।

তথ্য : বিবিসি

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৮ জানুয়ারি ২০১৯/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়