ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ট্রেনে কাটা পড়ে ২ শিক্ষার্থী নিহত

জাহাঙ্গীর আলম ইমরুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৬, ২৩ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ট্রেনে কাটা পড়ে ২ শিক্ষার্থী নিহত

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার আদর্শ সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে দুই শিক্ষার্থী নিহত হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার বদরপুর এলাকায় রেল সেতুর দক্ষিণ অংশে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- সদর উপজেলার শাসনগাছা এলাকার মনিরুল হকের ছেলে স্বপ্নিল হক আদিত্য (১৩) এবং ধর্মপুর এলাকার সুবল রায়ের মেয়ে সেতু রায় (১৫)। 

আদিত্য পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র। সেতু রেলওয়ে পাবলিক উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী। 

পুলিশ জানায়, ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি দুপুরে বদরপুর এলাকা অতিক্রম করার সময় দুই শিক্ষার্থী ওই ট্রেনে কাটা পড়ে। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ঘুরতে গিয়ে সেতু রায়ের পা রেল লাইনে আটকা পড়ে। তখন আদিত্য তাকে বাঁচাতে যায়। পরে তারা দুই জনই ট্রেনে কাটা পড়ে মারা যায়।

আদিত্যর বাবা মনিরুল হক জানান, তার স্ত্রী গত জুন মাসে মারা গেছে।  এরপর আদিত্য তাকে দেখভাল করতো। এখন তার কী হবে? 


রাইজিংবিডি/কুমিল্লা/২৩ আগস্ট ২০১৯/জাহাঙ্গীর আলম ইমরুল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়