ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫৭, ১২ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে ঢাকার কমলাপুর ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে।

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী জানান, সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ঈদের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। এ জন্য ২৩টি কাউন্টার খোলা হয়েছে। নারীদের জন্য একটি ও প্রতিবন্ধীদের জন্য রয়েছে একটি কাউন্টার।

তিনি বলেন, আজ ২১ জুনের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। ১৩, ১৪, ১৫ ও ১৬ জুন বিক্রি হবে যথাক্রমে ২২, ২৩, ২৪ ও ২৫ জুনের অগ্রিম টিকিট।

এদিকে বৃষ্টি উপেক্ষা করে সেহেরির পর থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে টিকিট প্রত্যাশীদের ভিড় জমতে শুরু করে। টিকিটের জন্য সবাই লাইন ধরে দাঁড়িয়ে অপেক্ষা করছেন।

টিকিট প্রত্যাশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকেই ইফতারের আগে কমলাপুরে এসেছেন। টিকিট যাতে কোনওভাবেই হাতছাড়া না হয় সেজন্য তারা সারা রাত স্টেশনে ছিলেন।

১ জুলাই থেকে ঈদের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক বন্ধের দিনও আন্তঃনগর ট্রেন চালু থাকবে বলে রেলওয়ে সূত্র জানিয়েছে।

স্টেশনে টিকিট বিক্রির শৃঙ্খলা রক্ষায় রেলের নিরাপত্তাকর্মীদের সঙ্গে রয়েছে পুলিশ-র‌্যাব।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১২ জুন ২০১৭/হাসিবুল/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়