ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঠাকুরগাঁও ডিসির বদলি প্রত্যাহার দাবি

তানভীর হাসান তানু || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:১৭, ২৭ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঠাকুরগাঁও ডিসির বদলি প্রত্যাহার দাবি

ঠাকুরগাঁও সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক (ডিসি) আব্দুল আওয়ালের বদলির আদেশ হওয়ার পর অনেকে তা প্রত্যাহার দাবি করেছেন। অনেকে ফেসবুকে আবেগী স্ট্যাটাস দিয়েছেন।

আজ মঙ্গলবার সকালে বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় মানববন্ধন আহ্বান করা হয়েছে সাধারণ মানুষের ব্যানারে। এ নিয়ে সরগরম ফেসবুক।

স্থানীয় সুমন আজিজ নামে এক ব্যক্তি ফেসবুকে লিখেছেন, ‘‘ঠাকুরগাঁও জেলার সর্বস্তরের মানুষের সাথে নিবিড়ভাবে মেশা, গ্রামের কৃষককূলের মাঝে উৎসাহের প্রতীক হয়ে অবাধ বিচরণ এবং বিশেষ করে ঠাকুরগাঁও জেলার গরিব, দুস্থ, অসহায় ও নির্যাতিত ব্যক্তি বা পরিবারের পাশে দাঁড়ানো- সত্যিই অবাক ও মুগ্ধ করার ব্যক্তিত্ব। আমি বা আমরা ঠাকুরগাঁওবাসী এই বটগাছ বা মাথার ছায়া সমতুল্য অবিভাবকে হারাতে চাই না।’’

কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা রাজিউর রেজা খোকন চৌধুরী লিখেছেন, ‘‘প্রকৃত অর্থেই উনার কর্মদক্ষতা, দায়িত্ববোধ এবং মানুষের প্রতি ভালোবাসা আমাদের মনে জায়গা করে নিয়েছে। সৃষ্টিকর্তা তাকে আমৃত্যু মানুষের সেবা করার সুযোগ দান করুন।’’

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো তার ফেসবুক আইডিতে পোস্ট করেছেন, ‘‘ডিসি সাহেব এত অল্প সময়ে বদলি হয়ে চলে যাবেন, তা কখনো ভাবিনি। সত্যি যদি উনি এখান থেকে চলে যান, তবে অনেক কষ্ট পাব।’’

ঠাকুরগাঁও চেম্বার অব কর্মাসের পরিচালক মামুন অর রশিদ পোস্ট করেছেন, ‘‘এমন ডিসি স্যার হয়ত আর পাব না। এমন মানুষ পাওয়া অনেক দুষ্কর।’’

জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি শাহ্ মো. এ্যাপালো স্ট্যাটাস দিয়েছেন, ‘‘আমার/আমাদের ভালো লাগার একজন মানুষ জেলা প্রশাসক জনাব আব্দুল আওয়াল। আমাদের ঠাকুরগাঁও এর মাটি ও মানুষের জন্য এমন কিছু করার চেষ্টা করেছেন, যা আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। চাকরি সূত্রে আসা! চলে তো একদিন যেতেই হতো! তাই মন থেকে শুভ কামনা ছাড়া কি দিতে পারি! যেখানেই থাকবেন, ভালো থাকবেন আমাদের হৃদয়ের ভালোবাসা ও দোয়া আপনার সাথেই থাকবে সবসময়...।’’

গত ২৫ ফেব্রুয়ারি দেশের ২২ জন জেলা প্রশাসকের রদ-বদলের প্রজ্ঞাপন জারি হয়েছে। সেই প্রজ্ঞাপনে ঠাকুরগাঁওয়ের আব্দুল আওয়ালকে যশোর জেলা প্রশাসক হিসেবে বদলির আদেশ জারি করা হয়েছে।

 

 

রাইজিংবিডি/ঠাকুরগাঁও/২৭ ফেব্রুয়ারি ২০১৮/তানভীর হাসান তানু/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়