ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ঠাকুরগাঁও পৌরসভায় কর্মবিরতি

তানভীর হাসান তানু || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫১, ১৩ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঠাকুরগাঁও পৌরসভায় কর্মবিরতি

ঠাকুরগাঁও প্রতিনিধি : উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে ঠাকুরগাঁও পৌরসভার পরিষ্কার পরিচ্ছন্ন সুপার ভাইজার মনসুর আলী মনু হামলার শিকার হওয়ার প্রতিবাদে কর্মবিরতি পালন করেছে পৌর কর্মচারী পরিষদ।

বৃহস্পতিবার সকাল থেকে হামলায় জড়িতদের বিচার দাবিতে এই কর্মবিরতি পালন করে তারা। এ সময় পৌরসভার সব দাপ্তরিক কাজ বন্ধ রাখা হয়। কর্মবিরতি সভায় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও পৌর কর্মচারী পরিষদের সভাপতি জাহিদ আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, দপ্তর সম্পাদক বেলাল হোসেন প্রমুখ।

বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান এবং প্রয়োজনে কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন।

বুধবার সকালে পৌরসভার চারজন কর্মী বাস টার্মিনাল এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে মোটরপরিবহণ শ্রমিক লীগ নামধারী শ্রমিকরা বাধা দেন। এ সময় পৌরসভার পরিষ্কার পরিছন্ন সুপারভাইজার মনসুর আলী মনুর উপর হামলা করেন শ্রমিকরা। নিজেরা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ছিঁড়ে পৌর কর্মচারী মনুর হাতে ধরিয়ে দিয়ে মোবাইলে ভিডিও ধারণা করেন। স্থানীয় লোকজন গুরুতর আহত মনুকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।



রাইজিংবিডি/ঠাকুরগাঁও/১৩ এপ্রিল ২০১৭/তানভীর হাসান তানু/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়