ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঠাকুরগাঁও-১ আসনে ফখরুলের মনোনয়নপত্র দাখিল

তানভীর হাসান তানু || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৩, ২৮ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঠাকুরগাঁও-১ আসনে ফখরুলের মনোনয়নপত্র দাখিল

ঠাকুরগাঁও সংবাদদাতা : ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মননোয়নপত্র দাখিল করেছেন।

বুধবার বিকেল সাড়ে ৩টায় ঠাকুরগাঁও জেলা রিটার্নিং অফিসার বরাবরে মনোনয়নের কাগজপত্র দাখিল করেন মির্জা ফখরুল।

এ ছাড়া তিনি বগুড়া-৬ আসন থেকেও মনোনয়নপত্র দাখিল করেছেন বলে নিশ্চিত করেছেন। ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীসহ স্থানীয় বিএনপির নেতারা।

মনোনয়নপত্র দাখিলের পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, নির্বাচনে তারা অংশ নিচ্ছেন গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে। গণতন্ত্রের মাতা খালেদা জিয়ার মুক্তি দাবিতে, দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে, মানুষের অধিকারকে ফিরিয়ে আনতে, ভোটের অধিকারকে ফিরিয়ে আনতে, দেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা চালু করতে তারা নির্বাচনে অংশ নিয়েছেন। 

তিনি আরো বলেন, অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে তারা এই নির্বাচনে অংশ নিচ্ছেন। তারা বিশ্বাস করেন, জনগণের ভোটে গণতন্ত্রের বিজয় হবে। গণতান্ত্রিক নির্বাচন যদি হয়, স্পেইস যদি পাওয়া যায়, তাহলে জনগণ অবশ্যই বিজয়ী হবে এবং স্বৈরাচারের পতন হবে।

এর আগে তিনি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিজ বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন।



রাইজিংবিডি/ঠাকুরগাঁও/২৮ নভেম্বর ২০১৮/তানভীর হাসান তানু/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়