ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে আ’লীগ ও মহাজোটের প্রার্থীর মনোনয়ন জমা

তানভীর হাসান তানু || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৩, ২৮ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঠাকুরগাঁওয়ে আ’লীগ ও মহাজোটের প্রার্থীর মনোনয়ন জমা

ঠাকুরগাঁও সংবাদদাতা: জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়ন জমা দিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন।

বুধবার দুপুর ১২টায় রমেশ চন্দ্র সেন দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার ড.কে.এম কামরুজ্জামান সেলিমের হাতে এই মনোনয়নপত্র জমা দেন।

এছাড়া, ঠাকুরগাঁও-২ আসনে আওয়ামীলীগের প্রার্থী দবিরুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ আসন থেকে জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ইয়াসিন আলী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে গোপাল চন্দ্র ও মহাজোটের প্রার্থী হিসেবে হাফিজ উদ্দিন আহম্মেদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহা. সাদেক কুরাইশী, সহ-সভাপতি অ্যাড. মকবুল হোসেন বাবু, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, উপজেলা আ’লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সহ জেলা আ:লীগের নেতৃবৃন্দ।

মনোনয়ান পত্র জমা দেওয়ার পর রমেশ চন্দ্র সেন সাংবাদিকদের বলেন, ‘আওয়ামীলীগ সরকার যেভাবে উন্নয়ন করে গেছে তার কোন বিকল্প নেই। সেই সাথে আমাদের ঠাকুরগাঁও জেলার বিভিন্ন জায়গায় এই সরকারের উন্নয়নের ছোঁয়া লেগেছে। আমরা আশাবাদী, সামনের নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত হবে।’




রাইজিংবিডি/ ঠাকুরগাঁও/২৮ নভেম্বর ২০১৮/তানভীর হাসান তানু/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়