ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে ডিসির বদলি বাতিল দাবি

তানভীর হাসান তানু || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৭, ২৮ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঠাকুরগাঁওয়ে ডিসির বদলি বাতিল দাবি

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. আব্দুল আওয়ালের বদলি বাতিলের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো মানববন্ধন ও অবস্থান ধর্মঘট পালন করেছে সাধারণ মানুষ।

বুধবার বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও শহরের অদূরে অবস্থিত বিসিক শিল্পনগরী এলাকায় জেলা প্রশাসক মো. আব্দুল আওয়ালের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন ও অবস্থান ধর্মঘট পালিত হয়।

কর্মসূচিসমূহে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, গতকালের কর্মসূচিতে ঊর্ধ্বতন মহলের টনক না নড়ায় আমরা আজ আবারও গতকালের কর্মসূচিসমূহ পালন করছি। জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল সততা ও নিষ্ঠার মাধ্যমে আমাদের মন জয় করেছেন। তিনি মানবতার শিক্ষক। আমরা ঠাকুরগাঁওবাসী এই বটগাছ বা মাথার ছায়া সমতুল্য অভিভাবককে হারাতে চাই না।

উল্লেখ্য, গত রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে দেশের ২২ জেলা প্রশাসককে রদবদল করা হয়। ঠাকুরগাঁওয়ের বর্তমান জেলা প্রশাসক মো. আব্দুল আওয়ালকে যশোর জেলায় বদলির আদেশ জারি করা হয় এবং বস্ত্র ও পাট মন্ত্রীর একান্ত সচিব আখতারুজ্জামানকে ঠাকুরগাঁওয়ের নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়।



রাইজিংবিডি/ঠাকুরগাঁও/২৮ ফেব্রুয়ারি ২০১৮/তানভীর হাসান তানু/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়