ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে নদী দখলমুক্ত করার দাবি

তানভীর হাসান তানু || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৯, ১২ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঠাকুরগাঁওয়ে নদী দখলমুক্ত করার দাবি

ঠাকুরগাঁও সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পাথরঘাটা নদীপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও নদী দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পাথরঘাটা নদীপাড়ের লোকজন ও গড়েয়া এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পাথরঘাটা নদীপাড়ের শত শত মানুষের অংশগ্রহণে এই মানববন্ধনে বক্তব্য রাখেন গড়েয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মজিদ, ওই ওয়ার্ডের আওয়ামীলীগ সভাপতি আশরাফুল ইসলাম মানিক, কৃষক আমিনুর রহমান ও যাদু মিঞা প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, ঠাকুরগাঁওয়ের নদী অবৈধ দখলদারের কবলে চলে যাচ্ছে। পাথরঘাটা নদীর ক্ষেত্রেও একই চিত্র লক্ষ্য করা যাচ্ছে। এই নদীর প্রবাহিত পানি দিয়ে এলাকার কৃষকরা চাষাবাদ করে। কিন্তু এলাকার প্রভাবশালী ব্যক্তিরা নদী ভরাট করে মার্কেট নির্মাণ করছে। নদীটি এখন মৃতপ্রায়।

এলাকাবাসী নদীপাড়ের স্থাপনা উচ্ছেদ ও নদী খননের দাবিতে মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম জানান, যত দ্রুত সম্ভব তদন্ত করে নদী দখলমুক্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।


রাইজিংবিডি/ঠাকুরগাঁও/১২ সেপ্টেম্বর ২০১৯/তানভীর হাসান তানু/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়