ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে পরিবহন ধর্মঘট অব্যাহত

তানভীর হাসান তানু || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৬, ১৮ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঠাকুরগাঁওয়ে পরিবহন ধর্মঘট অব্যাহত

টার্মিনালে বাস পাকিং করে রাখা হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শনিবার তৃতীয় দিনের মত অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার এই ধর্মঘট শুরু হয়। ধর্মঘটে যানবাহন চলাচল বন্ধ থাকায় ভোগান্তি পড়ছেন সাধারণ মানুষ।

প্রসঙ্গত, টোল আদায় নিয়ে দ্বন্দ্বের জেরে গত বুধবার টোল আদায় ঘর ভাঙচুরের পর বৃহস্পতিবার সকাল থেকে ঠাকুরগাঁওয়ের সব সড়কপথে নিজেদের আওতাভুক্ত যানবাহন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় জেলা মোটর মালিক সমিতি।

সমস্যা নিরসনে বৃহস্পতিবার বিকেলে উভয় পক্ষের সঙ্গে আলোচনায় বসেন জেলা প্রশাসক মো. আবদুল আওয়াল। কিন্তু কোনো পক্ষই ছাড় দিতে রাজি না হওয়ায় মীমাংসা ছাড়া আলোচনা শেষ হয়।




রাইজিংবিডি/ঠাকুরগাঁও/১৮ ফেব্রুয়ারি ২০১৭/তানভীর হাসান তানু/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়