ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে ১০০ পরিবার কোয়ারেন্টাইনে

জেলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৭, ২৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঠাকুরগাঁওয়ে ১০০ পরিবার কোয়ারেন্টাইনে

ঠাকুরগাঁওয়ে একই পরিবারের ৫ জনকে হাসপাতালে পাঠানোর পরদিন তাদের গ্রামের ১০০ পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন।

রোববার (২৯ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানিয়েছেন।

গত শনিবার সদর উপজেলার চিলারং ইউনিয়নের ভেলাজান নদীপাড়ার জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত এক পরিবারের পাঁচ সদস্যকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ওই পরিবারের ৫ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কি না—তা জানার জন্য রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে, সেই রক্তের নমুনা ঢাকায় পাঠানো হচ্ছে।’

আব্দুল্লাহ আল মামুন জানান, রোববার ওই আক্রান্তদের স্বজন ও আশ—পাশের ১০০ পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার ভেলাজান উচ্চবিদ্যালয় মাঠে পাঁচ মিটার দূরে দূরে বসিয়ে প্রতিটি পরিবারকে ৭ দিনের খাবার পৌঁছে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

চিলারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী বলেন, ‘একই পরিবারের পাঁচ সদস্য জ্বর-শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয়।  ইউএনও স্যার ওই গ্রামের ১০০ পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন।’

‘এজন্য ওই গ্রামের প্রবেশপথ ও বের হওয়ার পথে লাল পতাকা বসানো হয়েছে।’

 

ঠাকুরগাঁও/হিমেল/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়