ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ডক্টরেট ডিগ্রি ফিরিয়ে দিলেন দ্রাবিড়!

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫২, ২৬ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডক্টরেট ডিগ্রি ফিরিয়ে দিলেন দ্রাবিড়!

রাহুল দ্রাবিড়

ক্রীড়া ডেস্ক : ভারতীয় ক্রিকেট কিংবদন্তি রাহুল দ্রাবিড়কে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিতে চেয়েছিল বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়। তবে সেটি ফিরিয়ে দিয়েছেন দ্রাবিড়। সেই সঙ্গে এটাও বলেছেন, এভাবে ডক্টরেট ডিগ্রি নেওয়ার ইচ্ছা নেই তার। খেলাধুলার ওপর গবেষণা করেই ডক্টরেট ডিগ্রি অর্জন করতে চান।

শুক্রবার বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তন অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেই তার হাতে এই সম্মাননা তুলে দেওয়ার কথা ছিল। কিন্তু দ্রাবিড় সেটি ফিরিয়ে দেওয়ার পর এক বিবৃতিতে বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বি থিম্মে গোওড়া বলেছেন, ‘রাহুল দ্রাবিড় তাকে সম্মানসূচক ডিগ্রির জন্য মনোনীত করায় বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানিয়েছেন। কিন্তু তিনি এভাবে সম্মানসূচক ডিগ্রি চান না। তিনি খেলাধুলার ওপর গবেষণা করে ডিগ্রিটা পেতে চান।’

এর আগেও একবার ডক্টরেট ডিগ্রি ফিরিয়ে দিয়েছিলেন দ্রাবিড়। ২০১৪ সালে কর্ণাটকের গুলবার্গা বিশ্ববিদ্যালয় তাকে ডক্টরেট ডিগ্রি দিতে চেয়েছিল।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৬ জানুয়ারি ২০১৭/পরাগ/ এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়