ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ডিএসইতে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৮, ৪ মে ২০২১  
ডিএসইতে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে

পুঁজিবাজারে মঙ্গলবার (৪ মে) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তা কমেছে।

জানা গেছে, আগের কার্যদিবসের চেয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৪৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১১৮ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৬ কোটি ১০ লাখ টাকা। আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ১৫৯ কোটি ৮৩ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৫ প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৪১টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭টি শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৯১ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ২০৮ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ২২ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৬৪৫ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে লেনদেন হওয়া ২৬১ প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১১২টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ৩৭ কোটি ১৭ লাখ টাকা।

ঢাকা/এনএফ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়