ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ডিগ্রি শেষে ২ বছর যুক্তরাজ্যে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৫, ১১ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডিগ্রি শেষে ২ বছর যুক্তরাজ্যে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক : স্নাতকোত্তর শেষ করার পর যুক্তরাজ্যে চাকরি খোঁজার জন্য দুই বছর থাকার অনুমতি পেতে যাচ্ছেন বিদেশি শিক্ষার্থীরা। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত নতুন একটি প্রস্তাব ঘোষণা করেছে বলে বুধবার জানিয়েছে বিবিসি।

এর আগে ২০১২ সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী (পরে প্রধানমন্ত্রী) থেরেসা মে বিদেশি শিক্ষার্থীদের স্নাতকোত্তর শেষ করার পর চাকরি খোঁজার জন্য চার মাস সময় বেঁধে দিয়েছিলেন। ওই সময়ের মধ্যে যুক্তরাজ্যে কোনো চাকরি জোগাড় করতে না পারলে বিদেশি শিক্ষার্থীদের নিজে দেশে ফেরত যেতে বাধ্য করা হতো। মূলত যুক্তরাজ্যে অভিবাসীদের সংখ্যা কমানোর জন্যই এ উদ্যোগ নিয়েছিলেন মে।

প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, তার সরকারের নেওয়া এই পদক্ষেপ শিক্ষার্থীদের ‘সম্ভাবনা উন্মুক্ত করবে’ এবং যুক্তরাজ্যে তাদের ক্যারিয়ার গড়ার সুযোগ দেবে।

নতুন প্রস্তাবনায় শিক্ষার্থীদের জন্য কাজের কোনো ধরণ নির্ধারণ করে দেওয়া হয় নি।

চ্যান্সেলর সাজিদ জাভিদ টুইটে সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে একে ‘সময়ের ব্যাপার’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘সরকারের উচিৎ ছিল কয়েক বছর আগেই এই বিচ্ছিরি নীতিটি বদলানো।’

 

রাইজিংবিডি/ঢাকা/১১ সেপ্টেম্বর ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়