ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘ডিজিটাল বাংলাদেশে ড্রিম কাম ট্রু’ গ্রন্থের মোড়ক উন্মোচন

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৪, ১৭ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ডিজিটাল বাংলাদেশে ড্রিম কাম ট্রু’ গ্রন্থের মোড়ক উন্মোচন

সচিবালয় প্রতিবেদক : ‘ডিজিটাল বাংলাদেশ-এ ড্রিম কাম ট্রু’  গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

বুধবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের যুগ্ন-সচিব সৈয়দ এমদাদুল হক রচিত ডিজিটাল বাংলাদেশ-ড্রিম কাম ট্রু বইটির মোড়ক উন্মোচন করেন তিনি।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ডিজিটাল বাংলাদেশ বিষয়ে বই লেখার জন্য লেখককে অভিনন্দন জানান।

তিনি বইটিতে ডিজিটাল বাংলাদেশ প্রসঙ্গে সাথে চতুর্থ শিল্প বিপ্লব বা ডিজিটাল শিল্পবিপ্লব, সৃজনশীলতা ও মেধাস্বত্ব ইত্যাদি আলোচিত হলে আরও প্রাসঙ্গিক হতো বলে উল্লেখ করেন।

ইংরেজি ভাষায় রচিত একশ সাত পৃষ্ঠার এই বইটিতে লেখক বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতিতে ডিজিটাল প্রযুক্তির চ্যালেঞ্জ ও সম্ভাবনাসহ ডিজিটাল বাংলাদেশ বিষয়ে তার লব্ধ অভিজ্ঞতা তুলে আনার চেষ্টা করেছেন।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস এ সময় উপস্থিত ছিলেন।


রাইজিংবিডি/ঢাকা/১৭ জুলাই ২০১৯/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়