ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ডিসিদের পুরস্কার দেবেন ভূমিমন্ত্রী

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৫, ১৭ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডিসিদের পুরস্কার দেবেন ভূমিমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক : সরকারি জমি উদ্ধার করতে পারলে জেলা প্রশাসকদের পুরস্কার দেবেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

ডিসিদের সঙ্গে কী কথা হয়েছে, জানতে চাইলে মন্ত্রী বলেন, সরকারি ভূমি উদ্ধার করতে বলেছি। যিনি যত বেশি ভূমি উদ্ধার করতে পারবেন, তিনি তত বেশি পুরস্কার পাবেন।

সম্মেলনে জেলা প্রশাসকদের কাছ থেকে বেশকিছু ভালো প্রস্তাব এসেছে, জানিয়ে সাইফুজ্জামান চৌধুরী বলেন, জনগণের সেবা নিশ্চিত করা আমাদের কাজ। কীভাবে সেবা বাড়ানো যায়, সে বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে। গতানুগতিক সিস্টেমের কথা চিন্তা করলে হবে না, আউট অব দ্য বক্স চিন্তা করতে হবে।

তিনি বলেন, ডিজিটালাইজেশনের কাজ দ্রুত গতিতে চলছে। ল্যান্ড জোনিংয়ের কাজও করছি। আশা করছি, ল্যান্ড জোনিং দ্রুত হবে।

ভূমিমন্ত্রী বলেন, জমি অধিগ্রহণের ক্ষেত্রে বেশি সমস্যা হয়। বিশেষ করে, জমির পাওনা পরিশোধের ক্ষেত্রে সমস্যা হয়। জমির প্রকৃত মালিক টাকা পেতে নানা হয়রানির মুখে পড়েন।

তিনি বলেন, সরকারের মূল উদ্দেশ্য হলো জনগণকে সেবা দেয়া। আমরা সেটাই দিতে চাই। মাঠপর্যায়ে ডিসিদের বেশি বেশি পরিদর্শনের নির্দেশনা দেয়া হয়েছে। উপজেলা পর্যায়ে আমরা যেসব নতুন ভবন করছি, সেখানে রেকর্ড রুমের ব্যবস্থা করেছি।


রাইজিংবিডি/ঢাকা/১৭ জুলাই ২০১৯/নঈমুদ্দীন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়