ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ডিসেম্বরে দুই বাংলার নাট্যমেলা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৫, ২৮ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডিসেম্বরে দুই বাংলার নাট্যমেলা

ঢাকার অন্যতম নাটকের দল প্রাঙ্গণেমোর। গত ১৬ বছরে দশটি সফল নাট্যোৎসব শেষ করেছে। আগামী ডিসেম্বরে আবারো ৯ দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে দলটি।

৬ ডিসেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় শুরু হবে এই উৎসব। ‘আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি’—স্লোগানে এ উৎসবের নামকরণ করা হয়েছে ‘দুই বাংলার নাট্যমেলা-২০১৯’।

এদিন নাট্যমেলার উদ্বোধন করবেন বিশিষ্ট অভিনেতা-নির্দেশক আসাদুজ্জামান নূর এমপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালেদ ও বিশেষ অতিথি হিসেবে থাকবেন ভারতীয় হাইকমিশনার শ্রীমতী রীভা গাঙ্গুলি দাশ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

ভারতের পশ্চিমবঙ্গ ও দিল্লি থেকে ৪টি এবং বাংলাদেশের ৫টি উল্লেখযোগ্য প্রযোজনা নিয়ে সাজানো হয়েছে এই নাট্যমেলা।

এবার প্রদান করা হবে ‘প্রাঙ্গণেমোর নাট্যযোদ্ধা-সহযোদ্ধা সম্মাননা-২০১৯’। এ সম্মাননা পাবেন মামুনুর রশীদের সহধর্মিণী গওহর আরা চৌধুরী, আতাউর রহমানের সহধর্মিণী শাহিদা রহমান এবং লিয়াকত আলী লাকীর সহধর্মিণী কৃষ্টি হেফাজ।

আগামী ১৪ ডিসেম্বর পর্দা নামবে এই উৎসবের।

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়