ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘ডেঙ্গু আতঙ্ক, তবু সরকারের উদ্যোগ নেই’

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৫, ১ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ডেঙ্গু আতঙ্ক, তবু সরকারের উদ্যোগ নেই’

নিজস্ব প্রতিবেদক : বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ডেঙ্গু নিয়ে চরম আতঙ্ক বিরাজ করছে। তবু এ বিষয়ে সরকারের যথাযথ উদ্যোগ নেই।

বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে ঢাকা মহানগর উত্তর বিএনপির জনসচেতনতামূলক র‌্যালিতে এসব কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, ঢাকাসহ সারা দেশের মানুষের মধ্যে এখন ডেঙ্গু জ্বর নিয়ে চরম আতঙ্ক বিরাজ করছে। প্রতিদিনই অসংখ্য মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে কারো কারো প্রাণহানিও ঘটছে। অথচ এই সংকট মোকাবিলায় সরকারের যথাযথ উদ্যোগ নেই।

 

রাইজিংবিডি/ঢাকা/১ আগস্ট ২০১৯/সাওন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়