ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ডেঙ্গু কেড়ে নিল পোশাক শ্রমিকের মেয়ের প্রাণ

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৩, ২৯ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডেঙ্গু কেড়ে নিল পোশাক শ্রমিকের মেয়ের প্রাণ

নিজস্ব প্রতিবেদক, রংপুর: রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে মনীষা নামে ডেঙ্গু আক্রান্ত ১২ বছরের এক মেয়ে।

বৃহস্পতিবার সকালে মনীষা মারা যায়। এ নিয়ে রংপুরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৪ জনে দাঁড়াল। মনীষা  দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার মকবুল হোসেনের মেয়ে। মকবুল হোসেনে ঢাকায় পোষাক শ্রমিকের কাজ করেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৬ আগস্ট ডেঙ্গু জ্বরে আক্রান্ত মনীষাকে  দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। তার অবস্থা আশংকাজনক হলে তাকে আইসিইউতে রাখা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সকালে মনীষা মারা যায়।

হাসপাতালের মুখপাত্র ডা. আসাদুজ্জামান জানান এ পর্যন্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৫শ ৮৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ৫শ ৫৯ জন রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে তাদের বাড়িতে চলে গেছে। বর্তমানে ২৯ জন চিকিৎসাধীন আছে।

এর আগে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ডেঙ্গুতে গত ৬ আগস্ট গাইবান্ধার পলাশবাড়ির রিয়ানা (৩) নামে এক শিশু, ১১ আগস্ট মনিরুল ইসলাম (৩২) নামে লালমনিরহাটের এক কাপড় ব্যবসায়ী এবং ২৭ আগস্ট দিনাজপুরের বিরল উপজেলার মাহাতাব উদ্দিন (২৪) নামে এক যুবক মারা যায়। তারা সকলেই ঢাকায়  ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রমেক হাসপাতালে ভর্তি হয়েছিলেন।


রাইজিংবিডি/রংপুর/২৯ আগস্ট ২০১৯/নজরুল মৃধা/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়