ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ডেঙ্গু জ্বরে আক্রান্ত জাবি ছাত্রীর মৃত্যু

তহিদুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১১, ২৭ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডেঙ্গু জ্বরে আক্রান্ত জাবি ছাত্রীর মৃত্যু

জাবি ছাত্রী উখিং নু রাখাইন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংবাদদাতা : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে।

ওই ছাত্রীর নাম উখিং নু রাখাইন। তিনি ফার্মেসি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। শনিবার বিকেলে অসুস্থ অবস্থায় কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রামে নেয়ার পথে তার মৃত্যু হয়।

উখিং নু’র বাবা মংবা অং মংবা বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে থাকতে তার মেয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। জ্বর বাড়লে তাকে বাড়িতে আনা হয়। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম নেয়া হচ্ছিল।

তার মরদেহ কক্সবাজার কেন্দ্রীয় শ্মশানে সৎকার করা হবে।


রাইজিংবিডি/সাভার/২৭ জুলাই ২০১৯/তহিদুল ইসলাম/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়