ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ডেঙ্গু জ্বরে গার্মেন্টস কর্মীর মৃত্যু

শেখ মহিউদ্দিন আহাম্মদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৩, ২৮ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডেঙ্গু জ্বরে গার্মেন্টস কর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাফিজুল ইসলাম (৩৫) নামে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে।

বুধবার ভোর ৪টার দিকে ঢাকা মেডিক্যালে নেয়ার পথে ময়মনসিংহের ভালুকায় তিনি মারা যান। হাফিজুল ত্রিশালের দরিরামপুরের ইউনুস আলীর ছেলে। তিনি ঢাকার একটি তৈরি পোষাক কারখানায় কাজ করতেন।

পরিবার সূত্রে জানা গেছে, হাফিজুল ঈদের আগে ঢাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেন। মঙ্গলবার প্রচন্ড জ্বর নিয়ে তাকে পুনরায় ময়মনসিংহ মেডিক্যালে নেয়া হলে জরুরি বিভাগের ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। ঢাকায় নেয়ার পথে ময়মনসিংহের ভালুকায় রাত পৌঁনে চারটায় তিনি মারা যান।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল উপ-পরিচালক ডা. লক্ষী নারায়ণ মজুমদার জানান, এ পর্যন্ত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ১ হাজার ১৯৬ জন রোগী চিকিৎসা নিয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন আছেন আরো ৮৪ জন। ডেঙ্গু জ্বরে গার্মেন্টস কর্মী হাফিজুলসহ মোট ৬ জনের মৃত্যু হয়েছে।

 

রাইজিংবিডি/ময়মনসিংহ/২৮ আগস্ট ২০১৯/শেখ মহিউদ্দিন আহাম্মদ/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়