ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ডেঙ্গু জ্বরে ২ জনের মৃত্যু

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৩, ৩১ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডেঙ্গু জ্বরে ২ জনের মৃত্যু

খুলনায় ডেঙ্গু রোগে মৃত গৃহবধূর স্বজনরা

রাইজিংবিডি ডেস্ক : ডেঙ্গু জ্বরে শনিবার দেশের বিভিন্ন জেলায় দুই জন মারা গেছেন।

সকালে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে মারা যায় বাদশা মোল্লা (৫৫)। এটা এই রোগে চট্টগ্রামে প্রথম মৃত্যু।

চট্টগ্রামের সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. নুরুল হায়দার ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। বাদশা মোল্লা সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের দক্ষিণ সলিমপুর সমাদরপাড়া পাহাড়িকা আবাসিক (জাফরাবাদ) এলাকার বাসিন্দা।

পার্কভিউ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত বাদশা মোল্লা ভোরে নগরীর পার্কভিউ হাসপাতালে মারা যায়। তার ডায়াবেটিস, ব্লাডপ্রেসারসহ অনান্য সমস্যা ছিল। তিনি ২২ আগস্ট হাসপাতালে ভর্তি হন।

এদিকে, খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত গৃহবধূ শিল্পী আক্তার (৪৫) মারা গেছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ২টার দিকে তার মৃত্যু হয়।

খুমেক হাসপাতালের ডেঙ্গু বিভাগের ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। শিল্পী আক্তার খুলনার তেরখাদা উপজেলার আঠালিয়া গ্রামের সাহেব আলীর স্ত্রী।

স্বজনরা জানান, শিল্পী আক্তার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শুক্রবার হাসপাতালে ভর্তি হন। এ নিয়ে খুলনায় ডেঙ্গু জ্বরে পাঁচ নারী ও দুই পুরুষের মৃত্যু হলো।


রাইজিংবিডি/ঢাকা/৩১ আগস্ট ২০১৯/রেজাউল/নূরুজ্জামান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়