ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ডেঙ্গু প্রতিরোধে শিক্ষা সংশ্লিষ্টদের নির্দেশনা

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৪, ৩০ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষা সংশ্লিষ্টদের নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু প্রতিরোধে সচেতনা সৃষ্টি ও কার্যকর পদক্ষেপ গ্রহণে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়। এর আগে গত ২৫ জুলাই আরো একটি পরিপত্র জারি করে মন্ত্রণালয়।

পরিপত্রের মাধ্যমে মন্ত্রণালয়ের অধীন অধিদপ্তর, দপ্তর, সংস্থা এবং বিভাগীয়, আঞ্চলিক, জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ও নিজ-নিজ বাসস্থানে সব ধরনের সতর্কতা অবলম্বনসহ নিমোক্ত ব্যাবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

এতে বলা হয়েছে- নিজ নিজ অফিস গৃহ, আঙ্গিনা ও আশেপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে; নিজ নিজ বাসস্থান পরিষ্কার রাখতে হবে এবং জমে থাকা পানি দ্রুত অপসারণ করতে হবে; শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সৌন্দর্য বর্ধণের জন্য রাখা ফুলের টব, বাসস্থানের ছাদ বাগানসহ পানি জমে থাকে এমন সকল পাত্র পরিষ্কার-পরিচ্ছন রাখতে হবে; সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ডেঙ্গু প্রতিরোধের উপায়সমূহ শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে অবহিত করতে হবে, খেলার মাঠ ও ভবনসমূহ নিয়মিত পরিষ্কার রাখতে হবে; মাঠ কিংবা ভবনে জমে থাকা পানি দ্রুত সরিয়ে ফেরতে হবে; প্রতি সপ্তাহে একটি দিন নির্ধারণ করে এ কার্যক্রম নিয়মিত করতে হবে।

এ কার্যক্রমের বিষয়ে আগামী ০৪ আগস্টের মধ্যে প্রথমবার এবং এর পরবর্তী প্রতি মাসের ১ তারিখে  একটি প্রতিবেদন সংশ্লিষ্ট বিভাগে প্রেরণ করতে বলা হয়েছে।


রাইজিংবিডি/ঢাকা/৩০ জুলাই ২০১৯/ইয়ামিন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়