ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ডেঙ্গু মোকাবেলায় মন্ত্রী ও মেয়রদের নির্দেশনা

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৪, ২৪ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডেঙ্গু মোকাবেলায় মন্ত্রী ও মেয়রদের নির্দেশনা

জ্যেষ্ঠ প্রতিবেদক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ডেঙ্গু মোকাবেলায় স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকা সিটি কর্পোরেশনের দুই মেয়রকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

বুধবার সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ডেঙ্গু ভয়াবহ রূপ ধারণ করেছে। ঢাকা ও বাইরে প্রতিদিন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে। নতুন রোগী মানেই ডেঙ্গু। মেয়ররাসহ সবাইকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছি। দুই মেয়রকে আরো দায়িত্বশীল হতে বলেছি।’

তিনি আরো বলেন, ‘দক্ষিণের মেয়র জানিয়েছেন, তাদের ওষুধ কার্যকর নয়। পার্শ্ববর্তী দেশ থেকে কার্যকর ওষুধ আনতে স্বাস্থ্যমন্ত্রীকে বলা হয়েছে।’

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ জুলাই ২০১৯/নঈমুদ্দীন/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়