ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ডেঙ্গু : জেলা হাসপাতালে ১০, উপজেলায় ২ লাখ টাকা

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৫, ৫ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডেঙ্গু : জেলা হাসপাতালে ১০, উপজেলায় ২ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সামনে ঈদ। ঈদের সময় ঢাকার বাইরে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে পারে। পরিস্থিতি মোকাবিলায় আগে থেকেই জেলা হাসপাতালগুলোকে ১০ লাখ এবং উপজেলা হাসপাতালগুলোকে ২ লাখ করে টাকা দেয়া হয়েছে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের ওরিয়েন্টেশন প্রোগামে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এ তথ্য জানান।

তিনি বলেন, কোনো কিছু কেনা লাগলে আমাদের যাতে চিঠি দিতে না হয়। সেজন্য আমরা আগে থেকে টাকা দিয়ে রেখেছি। কেননা, আমাদের চিঠি দেয়ার পর কিনতে গেলে দেরি হতে পারে। তাই ডেঙ্গু রোগীদের চিকিৎসায়  জেলা হাসপাতালে ১০ লাখ এবং উপজেলা হাসপাতালে ২ লাখ টাকা করে দেয়া হয়েছে।

তিনি বলেন, ডেঙ্গু শনাক্ত করার কিট লাগুক বা ডেঙ্গু রোগীর চিকিৎসায় অন্য যা কিছু লাগবে, তারা এ টাকা দিয়ে সঙ্গে সঙ্গে কিনতে পারবেন।

ঈদে রাজধানীবাসী গ্রামে চলে গেলে ঢাকায় ডেঙ্গুর চাপ কমতে পারে বলে মনে করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।


রাইজিংবিডি/ঢাকা/৫ আগস্ট ২০১৯/সাওন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়