ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু

অদিত্য রাসেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৪, ১৫ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডেঙ্গুতে  গৃহবধূর  মৃত্যু

সিরাজগঞ্জ সংবাদদাতা :  ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নিলুফা ইয়াসমিন নীলা (৩০) নামের এক গৃহবধূ  মারা গেছে।

শনিবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  নিহত গৃহবধূ নিলা সিরাজগঞ্জ শহরের ভিক্টোরিয়া এলাকার নাসির উদ্দিনের মেয়ে।

নিহতের বড় ভাই আসাদুজ্জামান সোহেল এতথ্য নিশ্চিত করে রাইজিংবিডিকে বলেন,  ছোট বোন নিলা দীর্ঘদিন যাবদ ঢাকা উত্তরা ১২ নম্বর সেক্টরে বসবাস করতেন। সেখানেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকার এ্যাপোলো হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মারা যান নিলা।  নিলার  নামাজে জানাযা রোববার  বাদ যোহর সিরাজগঞ্জ চৌরাস্তা মসজিদে অনুষ্ঠিত হয়েছে। এবং রহমতগঞ্জ কবরস্থানে দাফন করা হবে।

 

রাইজিংবিডি/সিরাজগঞ্জ/১৫ সেপ্টেম্বর ২০১৯/অদিত্য রাসেল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়