ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ডেঙ্গুর চিকিৎসা নিশ্চিত করতে সার্বক্ষণিক পর্যবেক্ষণ

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৮, ৭ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডেঙ্গুর চিকিৎসা নিশ্চিত করতে সার্বক্ষণিক পর্যবেক্ষণ

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করবে স্বাস্থ্য অধিদপ্তর।

ডেঙ্গু জ্বরের প্রকোপ মোকাবিলায় নিয়মিত আলোচনার অংশ হিসেবে বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সভা হয়। সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন- স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. সানিয়া তহমিনা প্রমুখ।

ডা. আবুল কালাম আজাদ বলেন, ডেঙ্গু রোগীর চিকিৎসাসেবা নিশ্চিতকরণে মাঠ পর্যায়ে সার্বক্ষণিক মনিটরিং চালু থাকবে।

তিনি বলেন, ঈদের ছুটিতে সব সরকারি-বেসরকারি হাসপাতালের হেল্প ডেস্ক খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে।
ঈদের দিন কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডারগণ (সিএইচসিপি) অন-কলে দায়িত্বরত থাকবেন। স্থানীয় কোনো রোগীর যেকোনো সমস্যায় সিএইচসিপিদের মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করবেন।

তিনি জানান, ডেঙ্গু রোগীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতালসমূহে ৩৪০টি আইসিইউ বেড ও ৩৩৫টি ডায়ালাইসিস ইউনিট চালু আছে। এছাড়া, বেসরকারি হাসপাতালসমূহেও এ সেবা চালু আছে।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. সানিয়া তহমিনা জানান, সব বিমানবন্দর, স্থলবন্দর, নৌ ও সমুদ্রবন্দরসমূহে ডেঙ্গু রোগ প্রতিরোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


রাইজিংবিডি/ঢাকা/৭ জুলাই ২০১৯/সাওন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়