ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ঢাকা-রংপুর রুটে সেপ্টেম্বরে আরো দুটি ট্রেন

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৩, ২ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাকা-রংপুর রুটে সেপ্টেম্বরে আরো দুটি ট্রেন

নিজস্ব প্রতিবেদক, রংপুর : আগামী সেপ্টেম্বর মাসের শুরুতে ঢাকা-রংপুর রুটে আরো দুটি ট্রেন চলাচল করবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

শুক্রবার বিকেলে রংপুর রেলস্টেশন পরিদর্শনে এসে স্থানীয়দের উদ্দেশে মন্ত্রী এই ঘোষণা দেন।

মন্ত্রী বলেন, একটি ট্রেন রংপুর থেকে ঢাকা যায়। তাতে এ অঞ্চলের মানুষের যাতায়াতের চাহিদা মেটে না। এ জন্য রংপুর পার্বতীপুর হয়ে সরাসরি ঢাকা এবং কুড়িগ্রাম রংপুর হয়ে ঢাকাগামী দুটি ট্রেন আগামী সেপ্টেম্বর মাসে চালু করা হবে।

তিনি আরো বলেন, রংপুর বিভাগীয় শহর হওয়ায় যুগোপযুগী করে তোলা হবে রংপুর রেলস্টেশনকে। বাড়ানো হবে যাত্রীসেবা।

মন্ত্রী রংপুর রেলস্টেশন ঘুরে দেখেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পরিদর্শনকালে রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি ও সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, স্টেশন সুপারিনটেন্ড মোজাম্মেল হক উপস্থিত ছিলেন। 


রাইজিংবিডি/রংপুর/২ আগস্ট ২০১৯/নজরুল মৃধা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়