ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সেইফ সি‌‌টি প্রকল্প

ঢাকায় বসছে উন্নত প্রযুক্তির ক্যামেরা

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৩, ১২ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাকায় বসছে উন্নত প্রযুক্তির ক্যামেরা

জ্যেষ্ঠ প্রতিবেদক : ঢাকার প্রায় ৬ হাজার কিলোমিটার রাস্তা জুড়ে বসা‌নো হ‌চ্ছে উন্নত প্রযুক্তির ক্যামেরা। ফলে যে কোন অপরাধীর এনআইডি থেকে ছবি নিয়ে সনাক্ত করা যাবে তার অবস্থান।

শুধু ঢাকা নগরী নয়, পর্যায়ক্রমে দে‌শের গুরত্বপুর্ণ শহ‌রেও উন্নত প্রযুক্তির এই ক্যামেরা বসা‌নো হ‌বে।

ঢাকাসহ দে‌শের সব সি‌টি নিরাপ‌দে রাখ‌তে সরকার এ সিদ্ধান্ত নি‌য়ে‌ছে।  স্বরাষ্ট্র মন্ত্রণাল‌য়ে ‘সেইফ সিটি’ প্রকল্পের আওতায় এটি বাস্তবায়ন করা হ‌বে।

বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমরা শিগগিরই সেইফ সিটি প্রজেক্ট হাতে নিচ্ছি।  সেইফ সিটি নিয়ে আজকে অনেক আলোচনা হয়েছে। প্রথমে আমরা ঢাকাকে নিরাপদ করতে চাই।  এরপর পর্যায়ক্রমে দেশের সবগুলো সিটি করপোরেশনকে এই প্রকল্পের আওতায় আনা হবে।  আপনারা জানেন ঢাকা নগরীতে প্রায় ৬ হাজার কিলোমিটার পাকা রাস্তা রয়েছে। এসব রাস্তায় ১৪ থেকে ১৬ হাজার বিভিন্ন ধরণের ক্যামেরা লাগানো হবে। ’ ‌

তি‌নি বলেন, ‘এসব ক্যামেরার মাধ্যমে ট্রাফিক কন্ট্রোল করা হবে।  ঢাকায় যে ভাবে যানজট বেড়ে চলছে তা এই উদ্যোগের ফলে সহজে নিয়ন্ত্রণ করা যাবে।  কোন গাড়ি ব্যবহার করে অপরাধ করলে তা সনাক্ত করার জন্য গাড়ির নাম্বার প্লেট দেখে এই ক্যামেরাগুলো সনাক্ত করতে পারবে।

আমরা এসব ক্যামেরার মাধ্যমে ফেইজ নিকোনেশন অর্থাৎ কোন অপরাধী যদি এই ক্যামেরাগুলোর যে কোন একটির আওতায় পড়ে তাহলে সেই ক্যামরা বলে দেবে তার অবস্থান। এর মাধ্যমে ঢাকায় ক্রিমিনাল সনাক্ত করা সহজ হবে। এক্ষেত্রে অপরাধীর এনআইডি থেকে তার ছবি নিয়ে এই সার্ভারে দিলে তা ডিটেক্ট করতে পারবে উক্ত ব্যাক্তির অবস্থান কোথায়। ’

আসাদুজ্জামান কামাল ব‌লেন, ‘সেইফ সিটি প্রকল্পের আওতায় আরো সেবা কীভাবে দেয়া যায় সেটা আমরা ভাবছি। ইতোমধ্যে আমরা প্রকল্প হাতে নি‌য়ে‌ছি সেটা দ্রুত প্ল্যা‌নিং কমিশনে উপস্থাপন করবো।  আমরা আশা করছি এটা দ্রুতই পাশ হবে এবং এই প্রকল্প বাস্তবায়ন করতে পারবো।’


রাইজিংবি‌ডি/ঢাকা/১২ সে‌প্টেম্বর ২০১৯/নঈমুদ্দীন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়