ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঢাকায় বসছে দক্ষিণ এশীয় ইয়ুথ কনফারেন্স

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৫, ১৪ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাকায় বসছে দক্ষিণ এশীয় ইয়ুথ কনফারেন্স

নিজস্ব প্রতিবেদক :  দ্বিতীয় দক্ষিণ এশীয় ইয়ুথ কনফারেন্স অনুষ্ঠিত হবে ঢাকায়।

'ইয়ুথ ফর গ্লোবাল গো : উই শাইন টুগেদার'- স্লোগানকে সামনে রেখে এশীয় ইয়ুথ কনফারেন্স ও লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৯ অনুষ্ঠিত হবে। আগামী ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে গ্লোবাল ল'থিঙ্কারস সোসাইটির এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, ২০৩০ সালের মধ্যে দেশে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে তারুণ্যের অংশগ্রহণকে শক্তিশালী করত এ সম্মেলন আয়োজন করা হচ্ছে।

সোসাইটির জেনারেল সেক্রেটারি রওমান স্মিতা বলেন, সম্মেলনে এসডিজি বিষয়ের পাশাপাশি তরুণ উদ্যোক্তা তৈরি, তথ্য ও প্রযুক্তি, কৃত্তিম বুদ্ধিমত্তা, জলবায়ু পরিবর্তর, শান্তি ও ন্যায়বিচার নিশ্চিতকরণ, শিক্ষা, স্বাস্থ্য, যুব পর্যটন এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে।

রওমান স্মিতা বলেন, ‘গত বছর প্রথম সম্মেলন নেপালে অনুষ্ঠিত হয়েছিল। এ বছর ঢাকায় হচ্ছে। ৫০ দেশের প্রতিনিধি এ সম্মেলনে অংশ নেবে। দেশ-বিদেশ মিলিয়ে ৫০০ জন এতে অংশ নেবেন। এ ছাড়া, দেশি-বিদেশে ১৫ ও ২০ জনকে সম্মাননা দেওয়া হবে।’

সংবাদ সম্মেলনে সংগঠনটির সহ-সভাপতি আহসানুল আলম, সাংগঠনিক সম্পাদক নাবিল উদ্দীন, সংস্কৃতি সচিব জাকারিয়া আল মাহমুদ উপস্থিত ছিলেন।


রাইজিংবিডি/ঢাকা/১৪ সেপ্টেম্বর ২০১৯/নূর/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়