ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ঢাবিতে ৭৩ শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৮, ২৭ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাবিতে ৭৩ শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ডেঙ্গুতে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। প্রায় ৭৩ জন ছাত্র-ছাত্রী আক্রান্ত হয়েছেন এ রোগে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু নিয়ে ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের মাঝে উদ্বেগ বিরাজ করছে। এখন ক্যাম্পাসে সবার মাঝে একটাই আলোচনা, আর তা হলো ডেঙ্গু।

দিন দিন অবস্থা খারাপ হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কার্যকরি কোনো উদ্যোগ নেয়া হয়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের। তারা বলছেন, এ মুহূর্তে ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা খুব জরুরি।

এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মোট ৭৩ জন ছাত্র-ছাত্রী ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ছেলেদের ১২টি হলে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৬৬ জন। আর মেয়েদের তিনটি হলে আক্রান্ত হয়েছেন ৭ জন।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আভ্যন্তরীণ ফেসবুক গ্রুপ ‘স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়’র তথ্যের ভিত্তিতে এই চিত্র পাওয়া গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারের প্রধান (ভারপ্রাপ্ত) মেডিক্যাল অফিসার ডা. সারওয়ার জাহান বলেন, ‘আমাদের মেডিক্যালের ওয়ার্ডে এলেই দেখতে পাবেন যে, কি হারে শিক্ষার্থীরা আক্রান্ত হচ্ছেন। আমাদের কাছে এর নির্দিষ্ট তথ্য নেই। তবে প্রতিদিন ৫-৬ জন করে ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ডেঙ্গুর বিষয়ে আমরা ইতিমধ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছি। আমরা প্রতিটি হলের প্রশাসনের সাথে ডেঙ্গু নিধনে ওষুধ ছিটানোর ব্যাপারে নির্দেশনা দিয়েছি। বিশ্ববিদ্যালয় যেখানে স্যাঁতসেঁতে এলাকা ও পানি জমে আছে এসব এলাকায় ওষুধ ছিটানোর ব্যাপারে আমরা কথা বলেছি।


রাইজিংবিডি/ঢাকা/২৭ জুলাই ২০২৯/ইয়ামিন/সাইফ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়