ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ঢাবির ৬৯ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৬, ৬ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাবির ৬৯ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬৯ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযুক্ত এই শিক্ষার্থীরা ২০১২-১৩ শিক্ষাবর্ষ থেকে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, সাময়িকভাবে বহিষ্কৃত এসব শিক্ষার্থীকে কারণ দর্শানো নোটিশ দেয়া হবে এবং সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হবে।

এর আগে এ ঘটনায় ১৫ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সব মিলিয়ে এ পর্যন্ত ৮৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হলো।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতির ঘটনায় গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ১২৫ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে।


রাইজিংবিডি/ঢাকা/৬ আগস্ট ২০১৯/ইয়ামিন/রফিক/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়