ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ঢাবির ৬৯তম ব্যাচের উদ্যোগে প্রতিবন্ধী মেধাবীদের বৃত্তি প্রদান

ছাইফুল ইসলাম মাছুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৬, ৩ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাবির ৬৯তম ব্যাচের উদ্যোগে প্রতিবন্ধী মেধাবীদের বৃত্তি প্রদান

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬৯তম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়েছে।

শনিবার বিকেল ৪টায় ঢাবির সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে ২১ জন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর প্রত্যেককে ২৫ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হয়।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৬৯তম ব্যাচের শিক্ষার্থী বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর ডা. সালেহউদ্দিন। সভাপতিত্ব করেন অ্যালামনাই সভাপতি নারায়ণগঞ্জ-৩ আসনের প্রাক্তন সংসদ সদস্য আবু নুর মোহাম্মদ বাহাউদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬৯তম ব্যাচের বন্ধু-বান্ধবরা মাঝে মাঝে এমন আয়োজন করি। আজকে আমরা যাদের বৃত্তি দিয়েছি, তারা যেন সফল হয় সমাজের অন্য দশজনের মতো। তারা ভালো করুক, জাতীয় জীবনে সফল হোক, এটা আমাদের প্রত্যাশা।

আবু নুর মোহাম্মদ বাহাউদ্দিন বলেন, ‘আমরা ঢাবি ৬৯তম ব্যাচ ব্যক্তিগত নয়, বরং সমষ্টিগত অবদানে বিশ্বাস করি। আমাদের ব্যাচের পক্ষ থেকে মেধাবী প্রতিবন্ধী শিক্ষার্থীদের দশম বারের মতো বৃত্তি প্রদান করছি। আগামী দিনেও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

বৃত্তি প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- প্রাক্তন সংসদ সদস্য রাফিয়া আক্তার ডলি, অধ্যাপক কাজী আব্দুল মান্নান, আহমেদ কামালসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬৯তম ব্যাচের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী।



রাইজিংবিডি/ঢাকা/৩ মার্চ ২০১৮/ফিরোজ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়