ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ঢামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৬, ১৫ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন এক নারী মারা গেছেন।

বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে হাসপাতালের এমার্জেন্সি আইসিইউতে তিনি মারা যান।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত মৌসুমী আক্তার (২৫) পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মো. মামুনের স্ত্রী। তারা রাজধানী আগারগাঁওয়ের তালতলার মোল্লাপাড়ার বাসায় থাকতেন।

মৌসুমী বেশ কয়েক দিন ধরে ঠাণ্ডা জ্বরে ভুগছিলেন। তাকে মহাখালী টিবি হাসপাতালে নেয়া হয়। সেখানে পরীক্ষায় তার ডেঙ্গু জ্বর ধরা পড়ে। সকালে সেখান থেকে তাকে ঢামেক হাসপাতালে নেয়া হয়।

 

রাইজিংবিডি/ঢাকা/১৫ আগস্ট ২০১৯/সাওন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়