ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঢামেক হাসপাতালে ডেঙ্গুতে মারা গেছে ১০ জন

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৩, ৩১ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢামেক হাসপাতালে ডেঙ্গুতে মারা গেছে ১০ জন

নিজস্ব প্রতিবেদক : চলতি বছর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) ডেঙ্গুতে মারা গেছে ১০ জন।

বুধবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন হাসপাতালের  পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল ডা. এ কে এম নাছির উদ্দীন।

তিনি জানান, জানুয়ারিতে ডেঙ্গু রোগী এসেছিল ৩ জন। তারা চিকিৎসা নিয়ে চলে যান। ফেব্রুয়ারিতে কোনো ডেঙ্গু রোগী আসেনি। মার্চে ৪ জন, এপ্রিলে ৩ জন, মে মাসে ৮ জন আসেন। তারাও চিকিৎসা নিয়ে চলে যান।

পরিচালক বলেন, ‘হঠাৎ করে জুন মাসে ডেঙ্গু রোগী বেড়ে যায়। জুনে আসে ১৩৫ জন, তার মধ্যে ১৩৪ জন চিকিৎসা শেষে চলে যান। সবচেয়ে বেশি আসে জুলাই মাসে। এ মাসে ২ হাজার ২৪২ জন রোগীর মধ্যে ১ হাজার ৫৮১ জন চিকিৎসা নিয়ে চলে যান। বাকিরা চিকিৎসাধীন। সবমিলিয়ে চলতি বছর আসা ২৩৯৫ জন রোগীর মধ্যে ১৭৩৩ জন চিকিৎসা নিয়ে চলে গেছেন এবং বাকিরা চিকিৎসা নিচ্ছেন। ১০ জন মারা গেছেন।’

তিনি বলেন, ‘আমাদের এখানে ডেঙ্গু রোগীদের মধ্যে শিশুর সংখ্যাই বেশী।’

 

রাইজিংবিডি/ঢাকা/৩১ জুলাই ২০১৯/সাওন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়