ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঢামেকে রোগীর স্বজনের শ্লীলতাহানির অভিযোগ

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪২, ৯ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢামেকে রোগীর স্বজনের শ্লীলতাহানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসাপতালে এক রোগীর স্বজনের শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে।

বুধবার দিবাগত রাত ৩টার দিকে ২২১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত ওই ওয়ার্ডের ওয়ার্ডবয় রইচ উদ্দিন রানা (৪০)। তিনি গত ১০ বছর যাবৎ অস্থায়ীভাবে ওয়ার্ডবয়ের দায়িত্ব পালন করে আসছেন। তিনি টাঙ্গাইলের মির্জাপুরের আব্দুল মজিদের ছেলে।

ওই রোগীর অন্য স্বজনরা জানান, ওই ওয়ার্ডের ছয় নম্বর বেডে জাহানারা বেগম চিকিৎসাধীন। তার সঙ্গে রয়েছেন তার ভাগ্নি (২৫)। বুধবার দিবাগত রাত ৩টার দিকে সবাই যখন ঘুমিয়ে পড়ে রইচ উদ্দিন রানা তখন ওই বেডের কাছে গিয়ে লাইট নিভিয়ে রোগীর ভাগ্নিকে জাপটে ধরেন। এ সময় সে চিৎকার দিলে অন্যরা জেগে গিয়ে রইচকে মারধর করে। পরে রইচ মাফ চেয়ে প্রাথমিকভাবে ওখান থেকে কেটে পড়ে।

কিন্তু বৃহস্পতিবার বিকেলে রোগী জাহানারা বেগমের ছেলে এসে এ ঘটনা শুনে ঢামেক পুলিশ ক্যাম্পে অভিযোগ করেন। ঢামেক পুলিশ ক্যাম্প থেকে বিষয়টি শাহবাগ থানায় জানানো হলে পুলিশ এসে রইচকে আটক করে নিয়ে যায়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৯ ফেব্রুয়ারি ২০১৭/সাওন/বি চৌধুরী/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়