ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

তরুণ লেখকদের প্লাটফর্ম তৈরি করতে চাই: মুক্তা মজুমদার শ্রাবণী

ছাইফুল ইসলাম মাছুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১১, ২৭ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তরুণ লেখকদের প্লাটফর্ম তৈরি করতে চাই: মুক্তা মজুমদার শ্রাবণী

আনন্দমের প্রকাশক মুক্তা মজুমদার শ্রাবণী। ইডেন মহিলা কলেজ থেকে ম্যানেজমেন্টে অনার্স, মাস্টার্স করে প্রকাশনাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। গড়ে তুলেছেন আনন্দম প্রকাশনী। যাত্রা শুরু হয়েছে ২০১৭ সালে। একুশে বইমেলায় তৃতীয়বারের মতো স্টল বরাদ্দ পেয়েছে প্রতিষ্ঠানটি। তিন বছরে এই প্রকাশনীর বইয়ের সংখ্যা প্রায় একশটি।

মুক্তা মজুমদার শ্রাবণী রাইজিংবিডিকে বলেন, ‘বই এবং বই সম্পর্কিত জায়গাটা আমার কাছে প্যাসন। মেলা শুরুর আগে এবং মেলা শুরুর পরে লেখকদের প্রকাশক নিয়ে অনেক রকম অভিযোগের জায়গা তৈরি হয়। আমি ২০১৭ সালে একটা প্রকাশনীর সঙ্গে যুক্ত ছিলাম। আমি খেয়াল করলাম, যদি সৎভাবে আগানো যায়, তাহলে লেখকদের একটা ভালো প্লাটফর্ম তৈরি করা যাবে। আমি আনন্দমকে তরুণ লেখকদের জন্য প্লাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই। যেসব তরুণ ভালো লিখছে, তবে এখনো পরিচিতি পায়নি, তাদের পাণ্ডুলিপি আমরা গুরুত্ব দিই। কবিদের আগে সুযোগ দিচ্ছি।’

মুক্তা আরো বলেন, ‘যে লেখক ফেমাস আমরা তাদের নিয়ে কাজ করি না। আমি চাচ্ছি যারা ভালো  লিখছে, তাদের সাথে নিয়ে যতদূর যাওয়া যায়। অমুক নাম করা প্রকাশনীর মতো হতে হবে এমন উদ্দেশ্য আমার নেই। ধাপে ধাপে শুদ্ধভাবে যতদূর যাওয়া যায়।’


ঢাকা/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়