ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

তাপস পালের মৃত্যুতে টলি তারকাদের শোক

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৬, ১৮ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তাপস পালের মৃত্যুতে টলি তারকাদের শোক

আজ মঙ্গলবার ভোরে মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা গেছেন ভারতীয় বাংলা সিনেমার বর্ষীয়ান অভিনেতা তাপস পাল। তার মৃত্যুতে টলিপাড়ায় নেমেছে শোকের ছায়া।

এই অভিনেতার মৃত্যুতে হতবিহ্বল তার এক সময়ের সহকর্মীরা। তাপস পালের সঙ্গে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী। তাপস পালের মৃত্যুতে ভেঙে পড়েছেন তিনি। এ অভিনেতা বলেন, ‘এক ভাইকে হারালাম। পরপর ভালো সিনেমা করেছে ও। দাদার কীর্তি, সাহেব… ওর সিনেমাগুলো ভোলা যায় না। কিন্তু শেষের দিকে ও হারিয়ে গেল। রাজনৈতিক একটা বক্তব্যের জন্য আড়ালে চলে গেল। খুব ভুগেছে ও। শেষে এমন পরিণতি হয়েছিল, চোখে দেখা যায় না। এত উজ্জ্বল ছেলে, হারিয়ে গেল। ওর জন্য আমিও কষ্ট পেতাম খুব। আজ ওর মৃত্যু সংবাদ পেলাম। কিন্তু দেহ চলে গেলেও ওর আত্মা থেকে যাবে। খুব খারাপ লাগছে আমার।’

অনেক সিনেমায় তাপস পালের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন অভিনেত্রী দেবশ্রী রায়। প্রিয় সহকর্মীকে নিয়ে বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। এ অভিনেত্রী বলেন, ‘কী বলব? কিচ্ছু বলার নেই। আমি ভাবতে পারছি না ও নেই। অকালে চলে গেল। আমাদের পরিবারের মতো ছিল। একসঙ্গে কম সিনেমা করেছি?’ 

অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, ‘তাপসদা বাঙালি দর্শকের কাছে এমন একজন নায়ক যার ফুটপ্রিন্ট ততদিন থাকবে, যতদিন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থাকবে। এত তাড়াতাড়ি যে তাপসদা চলে যাবেন, ভাবিনি। সবার অগোচরে চলে গেলেন তিনি।’

তাপস পালের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত। তার বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন এই প্রয়াত অভিনেতা। মাঝে তাদের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যদিও পরে আবার যোগাযোগ হয়। এ পরিচালক বলেন, ‘অসাধারণ অভিনেতা ছিলেন তাপস পাল। কিন্তু দুঃখের বিষয় টালিগঞ্জ তার অভিনয় প্রতিভার মূল্যায়ন করতে পারল না। ও যা করেছে, তা দৃষ্টান্ত হয়ে থাকবে।’



ঢাকা/মারুফ/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়