ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘তারা জানেন আমি কী করি’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৪, ১৩ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘তারা জানেন আমি কী করি’

ক্রিকেট বোর্ডের পরিচালক মাহবুবুল আনাম বলেছেন, ‘ক্রিকেট বোর্ড জানেন আমি কী করি। যা জানার তাদের কাছ থেকে জানতে পারবেন।’

বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

টেন্ডার, নিয়োগ বাণিজ‌্য ও অবৈধ সম্পদের অভিযোগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে সোয়া তিনটা পর্যন্ত প্রায় চার ঘণ্টা অনুসন্ধান কর্মকর্তা ও সংস্থাটির উপপরিচালক মো. মনজুর আলম তাকে জিজ্ঞাসাবাদ করেন।

এক প্রশ্নে মাহবুবুল আনাম বলেন, ‘দুদক আমার কাছে সম্পদ বিবরণী চেয়েছে। আজ তা জমা দিয়েছি।’

এর আগে গত ২৮ নভেম্বর অবৈধ সম্পদের সত্যতা পাওয়া ও সপরিবারে দেশত্যাগ চেষ্টার প্রমাণ পাওয়ায় বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয় তাকে।

দুদকের প্রাথমিক অনুসন্ধানে মোট সাড়ে ৬২ কোটি টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে বলে জানা যায়।

গত ২৫ সেপ্টেম্বর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ক্রিকেট বোর্ডের পরিচালক মাহবুবুল আনাম বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ দেয় সংস্থাটি।

দুদক সূত্র জানায়, দুদকের অনুসন্ধানে তার চার কোটি ৭৭ লাখ ৯৮ হাজার টাকার স্থাবর সম্পদ ও ৫৬ কোটি ৭৬ লাখ ৮৪ হাজার ৯৪৪ টাকার অস্থাবর সম্পদসহ মোট ৬২ কোটি ৫৪ লাখ ৮২ হাজার ৯৪৪ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়।

অভিযোগে বলা হয়, ঢাকা টেন্ডারে অনিয়মের মাধ্যমে পছন্দের ঠিকাদারকে কাজ দিয়ে কয়েক কোটি টাকা আয়, নিয়োগ বাণিজ্য, স্পন্সর নির্বাচনে অবৈধ প্রভাব খাঁটিয়ে কয়েক কোটি টাকা আত্মসাৎপূর্বক বিদেশে অর্থ পাচার ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

 

ঢাকা/এম এ রহমান/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়