ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

তারা তাদের ভুল স্বীকার করেছে: রংপুর রাইডার্স

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৬, ২০ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তারা তাদের ভুল স্বীকার করেছে: রংপুর রাইডার্স

ক্রীড়া প্রতিবেদক: বেশ ঘটা করে সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছিল রংপুর রাইডার্স।  বিপিএলের প্রায় প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিকে তারা চমকেই দিয়েছিল।

সাকিবের দলবদলে সবথেকে বড় ‘ধাক্কা’ হজম করে বিপিএল গভর্নিং কাউন্সিল! বিপিএলের আয়োজকরা সব নতুন করে শুরু করার পরিকল্পনা করেছিল অথচ তার আগেই সাকিবকে দলে নিয়ে নেয় রংপুর। যদি রংপুর রাইডার্সকে সেই সুযোগটি করে দেয় বিসিবি-ই। বিসিবি তাদেরকে মৌখিক ও লিখিতভাবে আগেই জানিয়েছে, টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিতে। গত ১১ মে বিসিবির অফিসিয়াল প্যাডে প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজনের স্বাক্ষরসহ একটি চিঠি দেয়া হয় ফ্র্যাঞ্চাইজিদের। তাতে স্পষ্ট করে বলা হয়, আগামী আসরের প্রস্তুতি নিতে এবং যদি কোনো বকেয়া থাকে তা পরিশোধ করতে।’

ওই চিঠি পাওয়ার পর সাকিবের সঙ্গে যোগাযোগ করে রংপুর। দুই পক্ষের সমঝোতায় হয় চুক্তি। তাদের চুক্তির কিছুদিন পরই বিসিবি জানায়, সাকিবের দলবদল অবৈধ। কারণ হিসেবে বিপিএল কর্তৃপক্ষ জানায়, খেলোয়াড়দের দলবদলের কোনো নিয়ম চূড়ান্ত না হওয়ায় সাকিবের দলবদল অবৈধ।

আজ বিপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে বৈঠকে বসেছিল রংপুর।  নতুন সার্কেলে চার বছরের জন্য বিপিএলে থাকতে রাজী হয়েছে রংপুর। তবে সাকিবকে নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি বিপিএল কর্তৃপক্ষ।  বৈঠক থেকে বের হয়ে রংপুরের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক জানান বিস্তারিত, ‘আমার মনে হয় এখানে সাকিব কোনো বড় ইস্যু না। বোর্ড বলেছে যে তারা দুজন বা তিনজন বিদেশি সঙ্গে চুক্তি করার সুযোগ দেবে। বিদেশিদের সঙ্গে সরাসরি চুক্তি করার সুযোগ দেয়া হলে কেন একজন দেশি ক্রিকেটার সরাসরি নয়। আমি এই কথাই বলেছি। যেহেতু রংপুর রাইডার্স সাকিবের সঙ্গে চুক্তি করেছে তাই সাকিবের দিকেই ছুটবে।’

মৌখিকভাবে এবং চিঠিতে দল গুছিয়ে নিতে বলার যে কথা বোর্ড জানিয়েছিল তাতে স্পষ্ট গ্যাপ ছিল।  বোর্ড নিজেদের ভুল বুঝতে পেরেছে, এমনটাই জানালেন রংপুর রাইডার্সের এ কর্মকর্তা, ‘গতবছর সব ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বিপিএল গভর্নিং বডির দুটি মিটিং হয়েছিল। তাঁরা বলেছিল, হয়তো চুক্তি শেষ হয়ে যাবে কিন্তু নিয়ম কানুন সব একই থাকবে। এরই প্রেক্ষিতে আইকন ক্যান মুভ ফ্রিলি এর উপর ভিত্তি করেই আমরা দল সাজিয়েছিলাম।  কারণ, আর বেশিদিন বাকি নেই, চার-পাঁচ মাস। তারাও তাদের ভুল স্বীকার করেছে। আশা করছি সবার সাথে মিলে একটা সিদ্ধান্তে আসবে।’

রংপুরের দাবি, ‘আইপিএলের মত বছর জুড়ে কার্যকলাপ করতে। আজকের এই বৈঠকটা কিন্তু সাকিব আল হাসানকে চুক্তি করার পরই হয়েছে। এটা যদি না হতো তাহলে আরও একমাস পরে হয়তো মিটিংটা হতো।’

সাকিবের পাশাপাশি মাশরাফি বিন মুর্জতার জন্য ছুটবে রংপুর।  টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে নেওয়ায় মাশরাফি আইকন থাকবেন না।  সেই সুযোগটি নিতে চায় রংপুর।  ‘মাশরাফি তো আমাদের ঘরের ছেলে। আমাদের চিন্তা ছিল সে যদি অবসর নেয় তাহলে সে আইকন থাকবে না। তাহলে আমাদের রিটেনশনের মধ্যে মাশরাফিও পরে যায়, সেক্ষেত্রে সাকিব-মাশরাফি দুজনই রংপুরে খেলবে। যদি কোনো আইকন না থাকে অবশ্যই আমরা মাশরাফিকে রেখে দেব।’ 

গতকাল ঢাকা, খুলনা ও রাজশাহী বিপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে বৈঠকে বসেছিল। বাকি তিন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে রংপুরও আগামী চার আসরের জন্য এক নিয়মকানুন চায়।


রাইজিংবিডি/ঢাকা/২০ আগস্ট ২০১৯/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়