ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

তারাবিতে সর্বোচ্চ ২০ মুসল্লির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩১, ১৩ এপ্রিল ২০২১   আপডেট: ১৩:৫৯, ১৩ এপ্রিল ২০২১
তারাবিতে সর্বোচ্চ ২০ মুসল্লির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

পবিত্র রমজানে তারাবির নামাজে খতিব, ইমাম, হাফেজ, মুয়াজ্জিন ও খাদেমসহ সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশগ্রহণ করার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ।

মঙ্গলবার (১৩ এপ্রিল) সংগঠনটির চেয়ারম্যান শাইখুল হাদীস আল্লামা কাজী মুহাম্মদ মুঈন ঊদ্দীন আশরাফী, নির্বাহী চেয়ারম্যান পীরে তরিকত আল্লামা আবদুল বারী জিহাদী মুজাদ্দেদী, মহাসচিব আল্লামা সৈয়দ মসিহুদ্দৌলা, নির্বাহী মহাসচিব উপাধ্যক্ষ আল্লামা মুফতি আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক এক বিবৃতিতে এ দাবি জানান।

দপ্তর সচিব মুহাম্মদ আবদুল হাকিমের স্বাক্ষরিত বিবৃতিতে নেতারা বলেন, ‘গার্মেন্টস-কল-কারখানা খোলা রেখে মসজিদে নামাজে ২০ এর অধিক মুসল্লিকে নামাজ পড়তে না দেওয়ার সিদ্ধান্ত অযৌক্তিক।’

আহলে সুন্নাত নেতৃবৃন্দ অবিলম্বে এই অযৌক্তিক সিদ্ধান্ত প্রত্যাহার করে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে সাধারণ মুসল্লিদের নামাজে অংশ নেওয়ার অনুমতি দেওয়ার দাবি জানান। 

##মসজিদে তারাবিসহ সব নামাজে মুসল্লি সর্বোচ্চ ২০ জন অংশ নিতে পারবেন’

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়